রাহাতুল মুহিব্বীন
( প্রেমিকদের শান্তি )
অমীয় বাণী : হজরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহঃ
লেখক : হজরত খাজা আমীর খসরু রহঃ
অনুবাদক : কফীল উদ্দিন আহমদ চিশতী
মোট পৃষ্ঠা : ১৪৬
বইয়ের ফরমাট : pdf
বইয়ের সাইজ : ৪৫ মেগাবাইট
::: পরিচিতি :::
রাহাতুল মুহিব্বীন পুস্তকটি প্রথম প্রকাশ হয় ৭ম হিজরীতে ফার্সি ভাষায় । ভারত উপমহাদেশের প্রখ্যাত ও শ্রদ্ধেয়, অলিকুল শিরোমণি হজরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহঃ এর ১৭ টি মজলিস ধারন করে রয়েছে এই পুস্তকটি । এই পুস্তকটির অন্য আর একটি বিশেষ পরিচয় হচ্ছে মাকতুবাতে খাজেগানে চিশত এর হাস্ত মাকতুবের এটি পঞ্চম কিতাব । হজরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহঃ এর দরবারে আলোচিত বিষয়গুলো খাজা সাহেবের স্নেহভাজন মুরিদ উপমহাদেশের প্রখ্যাত কবি ও লেখক হজরত খাজা আমীর খসরু রহঃ যিনি লিপিবদ্ধ করে পুস্তক আকারে বের করেন ৭০০ হিজরীতে ।